Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ০৩:৫৭

প্রতীকী ছবি

চলছে রমজান। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল। এসব টিকিট অনলাইন এবং স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। তবে বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।

সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হলে ২৩ এপ্রিল থেকে বিক্রি হবে পাঁচদিন পরের অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট পাওয়া যাবে। এছাড়া ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট বিক্রি হবে। যদি রোজা ৩০টি হয় অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের যাত্রার টিকিট।

অপরদিকে ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। ওই দিনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ১ মে। কাউন্টারে সকাল ৮ টা থেকে এবং অনলাইনে সকাল ৬ টা থেকে টিকিট বিক্রি শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ঈদের দিন 'শোলাকিয়া স্পেশাল' নামে এক জোড়া ট্রেন চালু থাকবে। আগামী ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা, ১১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ