Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিনম্র শ্রদ্ধায় মানারাত কলেজে শোকদিবস পালিত

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৭, ২১:০৮


লাইভ প্রতিবেদক: বিনম্র শ্রদ্ধা,যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মানরাত ঢাকা ইন্টারন্যাশন্যাল স্কুল অ্যান্ড কলেজ আজ মঙ্গলবার পালন করে জাতীয় শোকদিবস।


এ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য আয়োজন করে বিশেষ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। সিনিয়র সেকশনে অনুষ্ঠিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা , মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়া ।


দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মেহদী হাসান প্রামানিক, পিএসসি।


পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আলোচনা রাখেন কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মেহদী হাসান প্রামানিক, পিএসসি, ভাইস-প্রিন্সিপাল ফাতেমা জেমাইমা রহমান।


কলেজের প্রিন্সিপাল তার আলোচনায় বলেন, ‘অধিকার শব্দটি বঙ্গবন্ধুর সাথে জড়িত। তিনি সমগ্র জীবন উৎসর্গ করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য। বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি তাঁর ছিল অকৃত্রিম ভালোবাসা। তাঁর পুরো জীবনটাই একটা ইতিহাস। অধিকার এবং দায়িত্ব সম্পর্কে আমরা তাঁর জীবন থেকে শিক্ষা নিতে পারি।’


শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের লেকচারার কাজী মাহফুজুর রহমান ও তামান্না হক। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বিষয়ে আলোচনা পেশ করেন ইতিহাস বিভাগের লেকচারার মুহাম্মদ হাফিজুর রহমান।


তাছাড়া, শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫ আগস্ট নিয়ে আলোচনা করে আখিরুন্নাহার মীম ও নওফেল আনোয়ার ইশরাক।
বালক ও বালিকা শাখা পৃথক পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা শেষে নিহতদের রুহের মাগফিরাত চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

ঢাকা, ১৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ