
কুষ্টিয়া লাইভ: বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরের দিকে কুমিল্লার খোকসা উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ খোকসা উপজেলার পান্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুইজন শমসপুর কলেজের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে তারা নিহত হন।
খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: