
চট্টগ্রাম লাইভ: চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চকবাজার থানার ওসি মনজুর কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একটি বিভাগের শিক্ষাসফর নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ দুপুরে কলেজের পরিসংখ্যান বিভাগে শিক্ষাসফর নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পালটা ধাওয়া এবং দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষের ওপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছে।
এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির উদ্দিন জানান, শিক্ষা সফরের একটি বৈঠক নিয়ে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
ঢাকা, ২৯ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: