teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মার্চ ২০২৩, ৮ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

এইচএসসি পরীক্ষা কেন্দ্রেই শিক্ষা কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১৭ নভেম্বার ২০২২, ২০:৪৮

শিক্ষা কর্মকর্তা শাহ জামাল

টাঙ্গাইল লাইভ: এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দা‌য়িত্ব পালন করার সময় হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে শাহ জামাল নামে এক শিক্ষা কর্মকর্তার মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপু‌রে। তি‌নি ভুঞাপুর উপ‌জেলা সহকা‌রী প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) সকাল ১১টার দি‌কে উপ‌জেলার আলোয়া ইউনিয়নের মনিরুজ্জামান বিএম ক‌লে‌জ কে‌ন্দ্রে কা‌রিগ‌রি বো‌র্ডের অধীনে এইচএস‌সির হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল। ওই কেন্দ্রে দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন শাহ জামাল।

মনিরুজ্জামান বিএম ক‌লে‌জের অধ্যক্ষ ম‌নিরুজ্জামান জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষা কর্মকর্তা শাহ জামালসহ সেখা‌নে দা‌য়িত্বরত একজন চি‌কিৎসক ও শিক্ষকরা অ‌ফিস রু‌মে ব‌সে ছিলাম। এমন সময় ওই শিক্ষা কর্মকর্তা হঠাৎ উঠে গিয়ে ‌নি‌জেই মাথায় পা‌নি দেন। এরপর তিনি মূর্ছা যান। পরে দ্রুত তাকে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ব‌লেন, পরীক্ষা কে‌ন্দ্রে দা‌য়িত্ব পালন করছিলেন সহকা‌রী প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা শাহ জামাল। এসময় তিনি হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মারা যান।

ঢাকা, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ