Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মাওয়া ঘুরতে গিয়ে প্রাণ গেল ঢাকা কলেজ শিক্ষার্থীর

প্রকাশিত: ৬ নভেম্বার ২০২২, ২৩:৩০

ঘুরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

লাইভ প্রতিবেদক: প্রাইভেটকারে করে একসঙ্গে মাওয়া ঘুরতে যান দুই বন্ধু। ফেরার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মো. সাবাব আজাদ (২১) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিয়াম নামে আরও একজন। তিনি সাবাব আজাদের বন্ধু।

শনিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাবাব ও সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত পৌনে ১টার দিকে সাবাব আজাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাবাব ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল তারা দুই বন্ধু মাওয়া ঘুরতে যান। ঢাকায় ফেরার পথে নিমতলা এলাকায় তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত ছাড়াই সাবাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় আহত সিয়াম বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা, ০৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ