
লাইভ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সনের স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় বর্ষের অনার্স নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সাত কলেজের ওয়েবসাইটে অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সনের দ্বিতীয় বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন পরীক্ষার সময়সূচিতে মুদ্রণজনিত ভুলের কারণে পরিবর্তন করা হয়েছে। এই বর্ষের গণিত নন-মেজর (MAM 204) বিষয়ের পূর্বঘোষিত তারিখ (৬/১১/২২) অবলোপ করা হলো।
প্রসঙ্গত, পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
ঢাকা, ০৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: