
লাইভ প্রতিবেদক: সমালোচনার তোপে পড়ে অবশেষে গাজীপুরে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কোনাবাড়ি ডিগ্রি কলেজের ভবনে লাগানো সেই ব্যানার-ফেস্টুন সরানো হয়েছে। সোমবার (১০ অক্টোবর) রাতে কলেজ ভবন থেকেই ওইসব ব্যানার ফেস্টুন সরিয়ে নিতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।
এর আগে একই দিন সান্ধ্যায় সম্মেলন কমিটির এক বৈঠকে কলেজ ভবন থেকে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোনাবাড়ী থানা আওয়ামী লীগে সভাপতি পদপ্রার্থী আব্বাস উদ্দিন খোকন জানান, আজ থেকে কলেজে ক্লাস শুরু। এছাড়া বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন আলোচনা হচ্ছে। এ কারণে সম্মেলন উদ্যাপন কমিটির একটি মিটিংয়ে আমরা কলেজ ভবন থেকে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। আমি আমার পক্ষে লাগানো সব ব্যানার ফেস্টুট খুলে ফেলেছি।
এর আগে থানা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কোনাবাড়ী কলেজে ফেস্টুন-ব্যানার টাঙায় পদপ্রত্যাশীরা। এতে ফেস্টুন আর ব্যানারে ছেয়ে যায় পুরো কলেজ ভবন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার ঝড়। এরই জেরে নিজেদের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলতে শুরু করেছেন পদপ্রত্যাশীরা।
এ বিষয়ে কোনাবাড়ী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. বিল্লাল হোসেন জানান, সোমবার রাত থেকে কলেজ ভবন থেকে সব ব্যানার ফেস্টুন সরিয়ে নেওয়া হচ্ছে। আজ থেকে কলেজ কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা, ১১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: