Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইডেনে মুখ ঢেকে রিভা-রাজিয়ার অনুসারীদের মানববন্ধন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০২২, ০৫:৪০

রিভা-রাজিয়ার অনুসারীদের মানববন্ধন

ইডেন লাইভ: ইডেন মহিলা কলেজে শাখা ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারির জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত গোটা ক্যাম্পাস। এরই জের ধরে এবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ এবং বহিষ্কৃত ছাত্রনেত্রীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারীসহ শতাধিক শিক্ষার্থীকে মুখ ঢেকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইডেন কলেজের ২ নম্বর গেট থেকে ১ নম্বর গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ইডেন কলেজের শতাধিক 'শিক্ষার্থী' মুখ ঢেকে মানববন্ধন করেন। তাদের হাতে ইডেন কলেজের ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেত্রীদের প্রশাসনিক শাস্তি দেওয়ার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। তারা কেউই গণমাধ্যমের কাছে তাদের নাম প্রকাশ করেননি।

মানববন্ধনে খোদেজা খাতুন হলের এক শিক্ষার্থী জানান, তার রুম নম্বর ৩০৯। খোঁজ নিয়ে জানা গেছে, ৩০৯ নম্বর রুম ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার। এ শিক্ষার্থী রাজিয়া সুলতানার অনুসারী বলে জানিয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের একটি সূত্র।

খোদেজা খাতুন হলের এ শিক্ষার্থী জানান, গণমাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বৈশাখী যে বক্তব্য দিয়েছেন তাতে আমাদের কলেজের সুনাম ক্ষুণ্ন হয়েছে। সে কারণে আমরা আজ মানববন্ধন করছি।

মানববন্ধনে ঐশ্বর্য মালাকার নামে এক শিক্ষার্থীকে নেতৃত্ব দিতে দেখা যায়। তিনি রাজিয়া হলের ২০৪ নম্বর রুমে থাকেন। এ রুম ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার নিয়ন্ত্রণাধীন। ঐশ্বর্য মালাকার বলেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বৈশাখীসহ অন্যরা ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছে তাতে আমরা সামাজিক, পারিবারিকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা ও হেনস্তার শিকার হচ্ছি। কলেজ প্রশাসনের কাছে আমাদের দাবি তাদের প্রশাসনিকভাবে বহিষ্কার করা হোক।

মানববন্ধনে আরেক শিক্ষার্থী জানান, ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী যে অভিযোগ এনেছেন, তার শক্ত প্রমাণ থাকতে হবে। অন্যথায় তাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে যাব। যদি এ ঘটনার সুষ্ঠু কোনও সমাধান না করা হয়, তাহলে আন্দোলন চালিয়ে যাব।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ