Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বাঁচাতে গিয়ে প্রান গেল কলেজছাত্রের

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২২, ০২:৫৮

নিহত কলেজছাত্র সোহান

কুষ্টিয়া লাইভ: কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পর্শ হওয়া ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে ডিগ্রি প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুর ফসলি মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ওই ছাত্রের নাম সোহান (১৯)। তিনি শিলাইদহ ইউনিয়নের জোরালপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং কুমারখালী সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর শিলাইদহ থেকে খেলা দেখে বাড়ি ফেরার পথে জোরালপুর ফসলি মাঠে হায়াত আলীর ছেলে মাসুদকে বিদ্যুৎস্পর্শ অবস্থায় দেখে সোহান তাকে উদ্ধার করতে যান। এ সময় মাসুদকে উদ্ধার করতে পারলেও তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহত দুজনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। এদিকে মাসুদকে চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ আছেন।

তারা আরও জানান, ফসলি মাঠের মালিক মাজগ্রামের সদর আলীর ছেলে আনিস ইঁদুর মারার উদ্দেশ্য বিদ্যুতের তার খোলা অবস্থায় মাঠে ফেলে রাখার কারণে এ দুর্ঘটনা ঘটে।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বিদ্যুতের তার খোলা অবস্থায় মাঠে ফেলে রাখার কারণে বিদ্যুৎস্পর্শ হয়ে ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ঢাকা, ১৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ