Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুমিল্লায় বেতনের দাবিতে কলেজশিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৪:০১

মানববন্ধন

কুমিল্লা লাইভ: লাকসাম মডেল কলেজের বিরুদ্ধে অপপ্রচার, শিক্ষক ও কর্মচারীদের হয়রানি বন্ধ, শিক্ষকদের বেতন প্রদান ও সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (২৯ জুন) সকালে কলেজ মাঠে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপাধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটন, সিনিয়র শিক্ষক আবদুল আউয়াল সিদ্দিকীসহ কলেজের সকল শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের বলেন, একটি মহল কলেজের বিরুদ্ধে বিভিন্ন অপ্রচার চালিয়ে আসছে। এ ছাড়া কয়েক মাস যাবৎ কলেজের শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করে দেওয়ায় শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।

তিনি আরও বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে মানবিক দিক বিবেচনা করে, বেতন ভাতা প্রদানের দাবি জানাচ্ছি।

ঢাকা, ২৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ