Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

১৭মে থেকে এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৭:০৭

ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: এবারের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী মঙ্গলবার (১৭ মে) থেকে বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। আগামী ৩১ মে পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন। বোর্ড আরো জানায়, আগামী ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২২ মে থেকে ২৪ মে টাঙ্গাইল, নরসিংদীG

এছাড়া কিশোরগঞ্জের ২৫ মে থেকে ২৮ মে ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার এবং ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ৮ জুনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানদের বহন করতে হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা, ১৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিআইটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ