Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এইচএসসি পরীক্ষার্থীরা যেভাবে রেজিস্ট্রেশন ফি ফেরত পাবে

প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২১, ১৯:৫৬

লাইভ প্রতিবেদকঃ চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফরম পূরণের কিছু টাকা ফেরত দেয়া হবে। ফল প্রকাশের পর ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেটের সাথে এই টাকা দেয়া হবে। এজন্য একটি নীতিমালা তৈরির কাজ চলছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে আন্ত:শিক্ষা বোর্ডের বৈঠকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় নেয়া টাকা ফেরত দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে শিক্ষার্থীরা খুব বেশি টাকা ফেরত পাবেন না। কেননা অধিকাংশ টাকা উত্তরপত্র তৈরি, কেন্দ্র বুকিং, ফরমপূরণ, এডমিট কার্ড ও সার্টিফিকেট বিতরণের কাজে ব্যয় হয়ে গেছে। এক্ষেত্রে ৫০০ থেকে ৬০০ টাকা ফেরত দেয়া হতে পারে। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা তুলনামূলক একটু বেশি টাকা ফেরত পাবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সদস্য ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেন, ‘শিক্ষার্থীদের ফরম পূরণের অর্থের কিছু টাকা ফেরত দেয়া হবে। ফল প্রকাশের পর কলেজে যখন শিক্ষার্থীরা সার্টিফিকেট নিতে যাবে সে সময় সার্টিফিকেটের সঙ্গে সে টাকা দেয়া হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অর্থ ফেরত দেয়ার জন্য একটি নীতিমালা তৈরি হচ্ছে। খুব শিগগিরই সেটি জানিয়ে দেয়া হবে। ছাত্র-ছাত্রীদের খুব বেশি টাকা ফেরত দেয়ার সুযোগ নেই। কেননা অধিকাংশ টাকাই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যয় হয়ে গেছে।’

ঢাকা, ০৭ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ