Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবিতে আন্দোলনের মুখে ভর্তি ফি কমল

প্রকাশিত: ৬ ডিসেম্বার ২০১৭, ০৩:০২

 

নোবিপ্রবি লাইভ: আন্দোলনের কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভর্তি ফি কমাতে বাধ্য হলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানাগেছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি ফি কমানো হয়েছে।

মঙ্গলবার থেকে পুনরায় ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ভর্তি ফি কমানসহ ৮দফা দাবি আদায়ের জন্য ক্লাস বর্জন, ক্যাম্পাসে বিক্ষোভ এবং ভর্তিস্থল হাজী ইদ্রিস অডিটোরিয়ামের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ওইদিন রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সমঝোতার পর মঙ্গলবার থেকে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

ভর্তি ফি কমানোর সত্যতা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক। এখন থেকে আগের ফিতেই ভর্তি হবে শিক্ষার্থীরা।


ঢাকা, ০৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ