Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটে অনুষ্ঠিত আর্ন্তজাতিক কনফারেন্সের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৩ ডিসেম্বার ২০১৭, ২২:৫৮


চুয়েট লাইভ: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে আগামী ১০ ও ১১ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর মোটেল সৈকতে দ্বিতীয়বারের মত “ফিজিক্স ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি (আইসিপিএসডিটি-২০১৭)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দু’দিনব্যাপী এই কনফারেন্স উপলক্ষ্যে রবিবার চুয়েট ভিসির কার্যালয়ে এক প্রস্তুতি সভা ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যানগণ এবং কনফারেন্স আয়োজক কমিটির সদস্যগণের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় আসন্ন পদার্থ বিভাগের আন্তর্জাতিক কনফারেন্সের সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে অবহিত করেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং কনফারেন্স চেয়ার প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

সভায় জানানো হয়, এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও সুইডেন, ভারত, জাপান, সৌদি আরবসহ পৃথিবীর প্রায় ১১ টি দেশ হতে পদার্থ বিজ্ঞান বিষয়ের অন্তত দেড় শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণের মিলনমেলা বসবে।

উক্ত কনফারেন্সে পদার্থ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি প্রযুক্তি সর্ম্পকিত তথা বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে।

কনফারেন্সে কী-নোট স্পীকার হিসেবে প্রথমদিন মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে থাকবেন সুইডেনের উপশালা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার নরদব্লাদ (Prof. Per Nordblad), জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাতোশি ওয়াতাউছি (Prof. Dr. Satoshi Watauchi) এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসানোরি নাগাও (Prof. Dr. Masanori Nagao) আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন।

কনফারেন্সের দ্বিতীয়দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কলকাতার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র ইমিরেটাস প্রফেসর ড. মৃণাল কে. ঘোষ (Prof. Dr. Mrinal K. Ghose), সৌদি আরবের কিং আবদুল্লাহ ইনস্টিটিউট অব ন্যানোটেকনোলজি এর গবেষক ড. খালিদ মুজাসাম বাট্টু (Dr. Khalid Mujasam Batoo)।

আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।

সভাপতিত্ব করবেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং কনফারেন্স চেয়ার প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এছাড়া কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।

 

ঢাকা, ০৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ