Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবি ছাত্র দিয়াজ হত্যা : অনশনে অসুস্থ মা হাসপাতালে

প্রকাশিত: ৩ ডিসেম্বার ২০১৭, ০৫:১০

চবি লাইভ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফানের খুনিদের গ্রেফতারের দাবিতে অনশন করে অসুস্থ হয়ে পড়েছেন মা। তবুও এবিষয়ে যেন টনক নড়ছে না প্রশাসনের। দাবি আদায় করতে গিয়ে দিয়াজের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও অনশন চলছে।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার শনিবার হাসপাতালে গিয়ে দিয়াজের মায়ের অনশন ভাঙানোর চেষ্টা করেন। তবে হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন দিয়াজের মা। দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দিয়াজের মাকে দেখতে ও অনশন ভাঙাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার ছাড়াও হাসপাতালে যান চট্টগ্রাম বারের সভাপতি রতন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুম চৌধুরী, সদস্য জাফর ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছেলেকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে গত বছরের ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (বর্তমানে স্থগিত কমিটি), সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে অনশন শুরু করেন জাহেদা আমিন। পেছনে টাঙানো ব্যানারে দিয়াজের হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

দিয়াজের বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী বলেন, গত সোমবার থেকে অনশনের কারণে মায়ের অবস্থা সংকটাপন্ন। শিগগিরই অনশন না ভাঙানো হলে বড় ধরনের শারীরিক ক্ষতি হয়ে যাবে। চিকিৎসক ও আমরা অনেক চেষ্টা করেও কিছু খাওয়াতে পারছি না। তিনি শুধু বলছেন, ছেলের হত্যাকারীরা গ্রেফতার না হলে কিছু খাবেন না।

ঢাকা, ০২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ