Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাদার্ন ইউনিভার্সিটির গবেষণায় ১৭৯ টি ভবন ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৭, ০১:২২


সাদার্ন লাইভ: সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘চট্টগ্রাম নগরীর ২২ নং এনায়েত বাজার ওর্য়াডের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ভূ-কম্পনজনিত দুর্বলতা মূল্যায়ন’ শীর্ষক সেমিনার সম্প্রতি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের প্রধান ও প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ, পিইঞ্জ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের প্রভাষক অপু দেব। সেমিনারে বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গবেষক অপু দেব তাঁর প্রবন্ধে বাংলাদেশকে একটি ভূমিকম্পন প্রবণ দেশ হিবেবে উল্লেখ করেন। কারণ এ দেশের মধ্যে দিয়ে তিনটি মারাত্মক ফাটল অতিক্রম করেছে। তার মধ্যে মায়ানমার-চট্টগ্রাম ফাটলটি চট্টগ্রামের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় চট্টগ্রাম বাংলাদেশের ভূমিকম্পীয় মানচিত্রের জোন-২ তে অবস্থিত।

তাই যে কোনো সময় চট্টগ্রামে ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য চট্টগ্রাম শহরে ভবনগুলোর ভূমিকম্পনজনিত দুর্বলতার পরিমাণ নির্ণয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেমিনারের বক্তা চট্টগ্রাম নগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের ভবনগুলোর উপর পরীক্ষা চালিয়েছেন।

গবেষণায় প্রাপ্ত তথ্যে উল্লিখিত এলাকার ১০৩৫ টি ভবনের মধ্যে প্রায় ১৭৯ টি ভবন প্রাথমিক পরীক্ষায় ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে বলে মত দিয়েছেন। পরবর্তীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে আরও বেশি বিশদ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত দেন গবেষক।

 

ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ