Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তল্লাশি, শতাধিক অস্ত্র ও মাদক উদ্ধার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৭, ০৪:৪২


 
চবি লাইভ:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল থেকে পরিত্যক্ত অবস্থায় শতাধিক দা, রামদা ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। দেশীয় অস্ত্রশস্ত্র ছাড়াও মারামারির ও নেশা জাতীয় বেশ কিছু দ্রব্য উদ্ধার করা হয়েছে।  
 
মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে হলের বিভিন্ন কক্ষে প্রায় এক ঘণ্টা ধরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে আড়াই বস্তা দেশীয় অস্ত্র ও নেশা জাতীয় দ্রব্য পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
 
এসময় মেয়াদোত্তীর্ণ ১০-১৫টি আইডি কার্ড পাওয়া গেছে। যাদের আইডি কার্ড পাওয়া গেছে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আড়াই বস্তা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দা, রামদা ৩০-৪০টি, লোহার রড ও পাইপ ৩০টি করে ও দেড় বস্তা পাথর। এসময় এক কেজি গাঁজাও জব্দ করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বলেন, অভিযান চলাকালীন কাউকে পাওয়া যায়নি। ৪টি কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে।
 
 
ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ