Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময় শেষ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার ২০১৭, ০০:৪৫

 

নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি আবেদনের সময় শেষ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শুক্রবার ২২ সেপ্টেম্বর রাত ১১.৫৯মি. পর্যন্ত  আবেদন  করতে পারবে।  

এরআগে গত ১ সেপ্টেম্বর থেকে নোবিপ্রবিতে ২০১৭-১৮ সেশনে  ভর্তির আবেদন শুরু হয়েছিল। 

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: 

A ইউনিট: ০৩ নভেম্বর ২০১৭, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত। B ইউনিট: ০৩ নভেম্বর ২০১৭, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত। C ইউনিট: ০৪ নভেম্বর ২০১৭, সকাল ১০.৩০ টা থেকে সকাল ১১.৩০ টা পর্যন্ত। D ইউনিট: ০৪ নভেম্বর ২০১৭, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত। 

ভর্তি পরীক্ষা (পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে)। পরীক্ষার মোট নম্বর ১০০; পরীক্ষার পাশ নম্বর ৪০ 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, ভর্তি পরীক্ষার সিট প্ল্যান, পরীক্ষার ফলাফল ও অন্যান্য তথ্যাবলি SMS, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। 

এছাড়াও বিশেষ প্রয়োজনে ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে মোবাইল নম্বর (অফিস চলাকালীন সময়ে) ০১৭৬৫৫৯২৬৫৪ কিংবা admission@nstu.edu.bd এ যোগাযোগ করা যাবে। 

প্রসঙ্গত, গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১৮টি বিষয়ে ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এ শিক্ষাবর্ষে (২০১৭-১৮) আরো ৭টি নতুন বিষয় সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা বিভাগ, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম  এবং সমাজবিজ্ঞান যোগ হয়ে মোট ২৫টি বিষয়ে প্রায় ১২০০ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।

 

ঢাকা, ২২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ