Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবির সাইবার সেন্টারে নতুন পরিচালক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার ২০১৭, ০০:২৩

নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাইবার সেন্টারের নতুন পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাসোসিয়েট প্রফেসর ও পরিবহণ উপদেষ্টা নাহিদ আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে, সাইবার সেন্টারে নতুন পরিচালক নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর আক্তারের সাথে কথা বললে তিনি বলেন, "সাইবার সেন্টার বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এটি। কিন্তু আমি দায়িত্বপপ্রাপ্ত হবার পর জানতে পারলাম এখানকার ২৪টি কম্পিউটারের মাত্র ৬টি ঠিক আছে। এছাড়াও এ বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেইজ এ সাইবার সেন্টার থেকেই পরিচালনা করা হয়।"

পরবর্তীতে সাইবার সেন্টাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, "সর্বপ্রথম আমি একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রতিষ্ঠা করতে চাই।

যেহেতু বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেইজ এখান থেকে পরিচালনা করা হয়, সেহেতু এটির একটি সঠিক নাম প্রদানের সাথে এখানকার সকল পিসি সঠিক ভাবে চলাচলের ব্যবস্থা করে সাইবার সেন্টারকে পূর্নাঙ্গ করে তুলব। তাছাড়া শর্তবিশেষে বিশ্ববিদ্যালয়ের মাইনর কম্পিউটার কোর্সগুলোর এখানে নেবার ব্যবস্থা করব।"

শেষে তিনি সাইবার সেন্টারের প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার একাডেমিক ভবন-১ থেকে কেন্দ্রীয় লাইব্রেরির ৩য় তলায় হস্তান্তরিত করা হবে বলেও জানা গেছে।

 

ঢাকা, ২২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ