Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবির দুই হল প্রভোস্ট পদে রদবদল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার ২০১৭, ০০:২০

নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্র হল "ভাষা শহীদ আব্দুস সালাম হল" ও ছাত্রী হল "বিবি খাদিজা হল" এর প্রভোস্ট পদে রদবদল হয়েছে।

জানা গেছে, বিবি খাদিজা ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয় কৃষি বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. আতিকুর রহমান ভুঁঞা এবং ভাষা শহীদ আব্দুস সালাম ছাত্র হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন একই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. গাজী মহসীন।

রোববার ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর থেকে উক্ত রদবদল সংক্রান্ত একটি আদেশ পাঠানো হয়।
আদেশে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান মনোনীত এ দুই শিক্ষককে নতুন করে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দায়িত্ব প্রবর্তিত প্রভোস্টদ্বয়ের এ নতুন দায়িত্বে যোগদানের কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের প্রফেসর ড. ইউসুফ মিঞা এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর মো. কামাল উদ্দিন যথাক্রমে ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বিবি খাদিজা হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ