Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মঙ্গলবার চুয়েটের ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন হবে

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বার ২০১৭, ২৩:৪৯

লাইভ প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর ১৫তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘‘ঊহমরহববৎং ভড়ৎ গধহশরহফ”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব জনাব সম্পদ বড়–য়া।

অনুষ্টানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করবেন চুয়েট জাতীয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ হযরত আলী।

দিবসটি উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- আনন্দ র‌্যালী, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপণ কর্মসূচী, চুয়েটের শিক্ষা-গবেষণার বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে একটি ডকুমেন্টশন প্রদর্শন, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রভৃতি।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানটি বিআইটি, চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েটের যাত্রা শুরু হয়। উক্ত দিনে দিবসটি এর আগে উদযাপিত হলেও চলতি বছর পবিত্র ঈদ-উল-আজহার বন্ধ পড়ে যাওয়ায় ১ সেপ্টেম্বরের পরিবর্তে এবার ১৯ সেপ্টেম্বর চুয়েট বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ