Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে ’মেকানিক্যাল ডে’ উদযাপিত

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার ২০১৭, ২২:৩১

লাইভ প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) বিভাগের বর্ণাঢ্য আয়োজনে ‘মেকানিক্যাল ডে’ উদযাপিত হয়েছে।

বিভাগটির ১২তম ব্যাচের বিদায় এবং ১৬তম ব্যাচের নবীন বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার যন্ত্রকৌশল ভবনের সামনে থেকে সকাল ১১টায় আনন্দ র‌্যালীর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশলের বিভাগের প্রধান প্রফেসর ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহাবুবুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় চুয়েট ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সভ্যতার বিকাশের শুরু থেকেই যন্ত্রকৌশল প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। দেশের সীমিত সম্পদকে সর্বোচ্চ সদ্ব্যবহার করার ক্ষেত্রে যন্ত্রকৌশল প্রকৌশলীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। বর্তমান সময়টাকে আরো গতিশীল ও মানুষের জন্য কল্যাণকর হিসেবে গড়ে তুলতে তরুণ প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, চুয়েটের গ্র্যাজুয়েটরা বিশ্বের যে কোন গ্র্যাজুয়েটদের সাথে প্রতিযোগিতা করে নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণে সক্ষম। আমাদের লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষা-গবেষণা নিশ্চিত করা।

এদিকে মেকানিক্যাল ডে উপলক্ষ্যে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে “ডিজাইন এন্ড কন্ট্রোল অব লোয়ার-লাইম্ব পাওয়ারড এক্সোসকেলেটন ফর হিউম্যান মোশন এনহ্যান্সমেন্ট” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাসরুর আহম্মদ।

এছাড়া পৃথক দুটি টেকনিক্যাল সেশনে ‘সেইফটি ম্যানেজমেন্ট’ বিষয়ে মিডাস সেইফটি বাংলাদেশ এর ম্যানেজার (সাপ্লাই চেইন) জনাব মোঃ ইশতিয়াক উদ্দিন কায়সার এবং ‘হাউ টু ডেভেলপ এন্টারপ্রেনারশীপ’ শিরোনামে ইউনিভারস্যাল গ্যাস লিঃ এর মহাব্যবস্থাপক জনাব মোঃ শাহাজাহান সাজু পেপার প্রেজেন্টেশন প্রদান করেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিলো ইউনিভারস্যাল গ্যাস লিমিটেড।

 

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ