Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে চলবে অটোরিকশা: বাড়ানো হয়েছে গতিরোধক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বার ২০১৭, ০৪:০০

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অভ্যন্তরে মঙ্গলবার থেকে সিএনজি অটোরিকশা চলাচল শুরু করবে। এর আগে গত ৬ আগস্ট সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী সহ ছয় যাত্রী গুরুতর আহত হলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ক্যামম্পাসের অভ্যন্তরে সাময়িকভাবে সিএনজি চলাচল বন্ধ করে দেয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে সিএনজি অটোরিকশা চলাচলের বিষয়টি নিশ্চিত করে চবি সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, বেপরোয়া গতি কমাতে ও দুর্ঘটনা এড়াতে স্থাপন করা হয়েছে ১০টি গতিরোধক।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া স্টিকারযুক্ত সিএনজি অটোরিকশাগুলো শুধু ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করতে পারবে।

এক্ষেত্রে স্টিকার পেতে হলে প্রতিটি সিএনজিচালককে নিজ নিজ ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ও চালক সমিতির সদস্য পরিচিতির অনুলিপি প্রক্টর কার্যালয়ে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, গত ৬ আগস্ট সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার মধ্যে সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সাময়িকভাবে সিএনজি চলাচল বন্ধ করে দেয়। এবং গত একমাসে বিশ্ববিদ্যালয়ের ঝুকিপূর্ণ স্থানগুলোতে প্রায় দশটি গতিরোধক তৈরী করে যাতে করে কোন দুর্ঘটনা না ঘটে।

 

ঢাকা, ১১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ