Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবিতে নতুন ২ অনুষদ ও ৫ বিভাগ চালু

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০১৭, ০০:০৩

নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন ২টি অনুষদ ও ৫টি বিভাগের দ্বার উন্মোচিত হয়েছে।

অনুষদ দুইটি হলো ফ্যাকাল্টি অব এডুকেশন সায়েন্স ও ফ্যাকাল্টি অব সোস্যাল সায়েন্সেস এন্ড হিউম্যানিটিজ।

আর বিভাগগুলো হল সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা বিভাগ, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সমাজবিজ্ঞান।

ফলে এবার ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণিতে আরো বেশি শিক্ষার্থী নোবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

আগামী ০১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের (১৬২২২) মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ এবং ৪ নভেম্বর ২০১৭ অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nstu.edu.bd) এ পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১৮টি বিষয়ে ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এ শিক্ষাবর্ষে (২০১৭-১৮) নতুন এ ৫ বিষয় যোগ হয়ে মোট ২৩টি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।

 

ঢাকা, ৩০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ