Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ ১৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৭, ২৩:৩৯

লাইভ প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস আগামী ১৯ সেপ্টেম্বর উদযাপিত হবে।

এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘‘Engineers for Mankind”।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান কনফারেন্স হলে এ উপলক্ষে আয়োজিত এক সভা চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: হযরত আলী।

উল্লেখ্য, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানটি বিআইটি, চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েটের যাত্রা শুরু হয়। উক্ত দিনে দিবসটি এর আগে উদযাপিত হলেও চলতি বছর পবিত্র ঈদ-উল-আজহার বন্ধ পড়ে যাওয়ায় ১ সেপ্টেম্বরের পরিবর্তে এবার ১৯ সেপ্টেম্বর চুয়েট বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

 

ঢাকা, ২৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ