Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটের সাবেক ভিসি ড. মীর শহীদুল ইসলাম স্মরণে শোকসভা

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০১৭, ২৩:৪২

লাইভ প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর সাবেক ভিসি প্রফেসর ড. মীর শহীদুল ইসলামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চুয়েট পরিবার।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণে উক্ত শোকসভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল আলম।

এ সময় চুয়েট পরিবারের সকল সদস্য শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করেন। অনুষ্ঠানের শুরুতেই নিহত প্রফেসর ড. মীর শহীদুল ইসলামের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর তাঁর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ হযরত আলী, প্রকৌশল ও প্রযু্িক্ত অনুষদের ডীন প্রফেসর ড. আশুতোষ সাহা, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. কৌশিক দেব, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী, মানবিক বিভাগের প্রধান ড. মোঃ কামরুল হাছান, শিক্ষক সমিতির পক্ষে সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন, কর্মকর্তা সমিতির পক্ষে সভাপতি প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী, কর্মচারী সমিতির পক্ষে সভাপতি মোঃ জামাল উদ্দীন প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন মানবিক বিভাগের লেকচারার নাহিদা সুলতানা ও সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।

এ সময় চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, প্রফেসর ড. মীর শহীদুল ইসলাম আমাদের একজন সুযোগ্য অভিভাবক ছিলেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণাসহ সার্বিক অগ্রযাত্রায় তাঁর অবদান সকলে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় হিসেবে এ প্রতিষ্ঠানের নবযাত্রা শুরুর সময়কালে তাঁর মত একজন ব্যক্তিত্বকে ভাইস চ্যান্সেলর হিসেবে পেয়ে আমরা নানাভাবে উপকৃত হয়েছিলাম।

উল্লেখ্য, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সাবেক প্রফেসর ড. মীর শহীদুল ইসলাম গত ২৩ আগস্ট দুপুরে ঢাকায় এ্যালিফেন্ট রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চুয়েটে ২৫ জুলাই ২০০৪ থেকে ২৫ জুলাই ২০০৭ পর্যন্ত ভিসি দায়িত্ব পালন করেন।

 

ঢাকা, ২৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ