Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে দোকান মালিক পক্ষের হামলায় ছয় শ্রমিক আহত

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০১৭, ২১:৪৮

 


চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দোকান মালিক পক্ষের হামলায় ছয় জন শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চবি শাহজালাল হলের সামনে সীমানা প্রাচীরেরর কাজ করতে গেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, চবি সীমানা প্রাচীনের প্রাথমিক কাজ শেষ করে প্রশাসন।এই মাসের ১৮ তারিখ বিকাল ৪টার দোকান মালিক পক্ষ চবির শাহজালাল থেকে শাহ আমানত হলের সামনের সীমানা প্রাচীরের গ্রীল খুলে ফেলে।

বৃহস্পতিবার সকাল ৮ দিকে খুলে ফেলা সীমানা প্রাচীর ঠিক করতে গেলে মালিক পক্ষের সাথে সীমানা প্রাচীর কাজের কনটাকটরের সাথে তকবির্তক ও ধস্তাধস্তি হয়।

এ সময় মালিক পক্ষ ফোন দিলে রড নিয়ে ৪-৫ জন যুবক ক্যাম্পাসে প্রবেশ করে কন্টাকটর জামান উদ্দিন সহ শ্রমিকদের উপর আক্রমন করে। তাদের এলোপাতাড়ি মারধরের ঘটনাস্থলে প্রায় ৫-৬ জন শ্রমিক গুরুত্বর আহত হয়। পরে ঘটনা স্থলে পুলিশ পৌছালে সবাই পালিয়ে যায়। আহতের চবি মেডিক্যাল সেন্টারে পাঠানে হয়েছে।

ঘটনাস্থলে থাকা মাসুম তালুকদার নামে এক শ্রমিক বলেন, আমরা সকাল ৮টার দিকে কাজ করতে যাই। কাজ শুরু করার ২০ মিনিট পর কন্টাকটরেরর সাথে মালিক পক্ষ ধস্তাধস্তি করে। এর ফোন কয়েকজন লোক রড দিয়ে আমাদের উপর হামলা করে।

আহতদের অবস্থা জানতে চাইলে চবি মেডিকেল সেন্টারের মেডিকেল সহকারী শিমুল কুমার রৌদ্র বলেন, আহতের শ্রমিকদের বেশ কয়েকজনের শরীরের হাত,পাজর, মাথায় গুরুত্ব আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ আক্তারুজামান বলেন,ঘটনাটি শুনার পর পর আমরা ঘটানাস্থলে যাই। আহতদের চবি মেডাকেল সেন্টারে পাঠাই। আমরা পৌছার আগেই মালিক পক্ষ পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয় নি।

এ বিষয়ে চবি ভারপ্রাপ্ত রেজিষ্টার ড.কামরুল হুদা বলেন; আহতের চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। আপাতত কাজ বন্ধ থাকবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

 

ঢাকা, ২৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ