Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বন্যাদুর্গতদের সাহায্যে হাত বাড়ালেন নোবিপ্রবি শিক্ষক সমিতি

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০১৭, ১৬:৩৮


নোবিপ্রবি লাইভ: বন্যাদুর্গতদের সহায়তায় তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। সেই লক্ষ্যে শিক্ষকবৃন্দ নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যাদুর্গতদের প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার ২২ আগস্ট শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইউসুফ মিঞা বলেন, "বিশ্ববিদ্যালয় থেকে বন্যার্তদের জন্য বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে একমত পোষণ করছি।

এরই ধারাবাহিকতায় শিক্ষক সমিতির কার্যকরী বডির সবার সর্বসম্মতিক্রমে, বন্যার্তদের কিছুটা হলেও কষ্ট লাঘবের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দ একদিনের বেতন পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি।"

 

ঢাকা, ২৩ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ