Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাতির পিতাকে হত্যা এবং গ্রেনেড হামালা একই সূত্রে গাঁথা

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৭, ০৩:২০



নোবিপ্রবি লাইভ: ২০০৪ সালের ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ওপর ভয়াবহ হামলা এবং হত্যাকান্ডে জড়িত, দোষীদের বিরুদ্ধে সজাগ ও স্বোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক চীফ হুইফ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

সোমবার ২১ আগস্ট  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি আরো বলেন, ৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামালা একই সূত্রে গাঁথা। আজকে যারা এসব হত্যাকান্ড করছে, তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়। এসময় তিনি দেশবিরোধী এসব চক্রের ব্যাপারে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

নোবিপ্রবি’র ছাত্রনির্দেশনা পরিচালক আফসানা মৌসুমীর সঞ্চালনায় ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে মাসব্যাপী শোকদিবসের কর্মসূচির অংশ হিসেবে ‘মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী হত্যাকান্ডসমূহ এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা-উদ্দেশ্য অভিন্ন: বাঙালি ও বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র’ শীর্ষক উক্ত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন। 

এসময়  নোবিপ্রবি পরিবারের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ সহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।   
 


সভাপতির বক্তৃতায় ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান। 
 
বঙ্গবন্ধুর যেসব খুনি মারা গেছে প্রয়োজনে তাদেরকেও বিশেষ আইনের মাধ্যমে শাস্তির দাবির কথা বলেন তিনি। পাশাপশি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ওপর ১৯৭৫ থেকে ২০০৪ ও তৎপরবর্তী প্রতিটি হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তির দাবিও করেন উপাচার্য। শেষে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, সভার আগে প্রধান অতিথি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি এবং ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান নোবিপ্রবি পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকে অবস্থিত বঙ্গবন্ধুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।   
 
 
ঢাকা, ২১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ