Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবির সেই শিক্ষকের ছুটি প্রত্যাহার

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৭, ০২:১১

কুবি লাইভ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে দেওয়া ছুটি প্রত্যাহার করে নেয়া হয়েছে। শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে তাকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

পরে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়। 

কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক পত্রে ছুটি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

জানা যায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে তুলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়ার বহিষ্কারের দাবিতে সেদিনই ভিসিকে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পরে তারা ওই শিক্ষকের বহিষ্কার দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবন গুলোতে তালা লাগিয়ে দেয়। 

তাদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগেই হতে পারেনি কোনো ক্লাস ও পরীক্ষা। ছাত্রলীগের দাবির মুখে ১৭ আগস্ট ওই শিক্ষককে বাধ্যতামূলক এক মাসের ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। 

প্রশাসনের সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গে মাহবুবুলের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

গত রোববার ভিসি প্রফেসর ড. মো. আলী আশরাফ নিজ কার্যালয়ে প্রবেশেও বাধা দেওয়া হয়। এই পরিস্থিতিতে সোমবার কুবি প্রশাসনের এক জরুরি বৈঠকে ওই শিক্ষকের ছুটি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। 

কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে এবং উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষকের আদেশক্রমে গত ১৭ আগস্ট জারি করা মাহবুবুল হক ভূঁইয়াকে ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেয়া বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করা হলো।

 

ঢাকা, ২১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ