Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুই তরুণীকে বাঁচিয়ে সাগরে ভেসে গেলেন চুয়েট ছাত্র

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০১৭, ১৯:৩০

চট্টগ্রাম লাইভ : সীতাকুণ্ডের গুলিয়াখালীতে চোরাবালিতে আটকে পড়া দুই তরুণীকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। তার নাম নাকিব বিন খাব্বাব। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ছাত্র। তিনি কুমিল্লার বরুড়ার প্রফেসর শফিকুল ইসলামের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পর্যন্ত খোঁজ করেও ওই ছাত্রকে উদ্ধার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের গুলিয়াখালীতে মঙ্গলবার দুই তরুণী চোরাবালিতে আটকে পড়ে। এসময় তাদের চিৎকার শুনে এগিয়ে যান চুয়েটের ছাত্র খাব্বাব। তার সঙ্গে যান ইমতিয়াজ নামে অপর এক যুবক। এসময় ওই দুই তরুণীকে বাঁচাতে গিয়ে তারা চারজনই সাগরে ভেসে যেতে থাকেন। তাদের চিৎকার শুনে জেলেরা সেখানে আসেন। তবে ওই দুই তরুণী ও ইমতিয়াজকে উদ্ধার করতে পারলেও সাগরে তলিয়ে যান খাব্বাব। পরে রাত পর্যন্ত খোঁজ করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দলনেতা কৃষ প্রভাস তলাপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ঢাকা, ১৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ