Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাউদার্ণ ইউনিভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৭, ২২:০৯


লাইভ প্রতিবেদক: সাউদার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ’র ২২তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিভার্সটির কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় একাডেমিক পারফরমেন্স রিপোর্ট স্প্রিং সেমিস্টার-২০১৭, স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণদের ডিগ্রি অনুমোদন, ফাইনাল পরীক্ষা ফল-২০১৬ ও স্প্রিং-২০১৭ এর ফলাফল বিষয়ে রিপোর্ট, সাধারণ শিক্ষা বিভাগের কোর্স নিয়ে আলোচনা, বিভিন্ন বিভাগের গবেষণা কাজের অগ্রগতি, হেকেপ আইকিউএসি প্রজেক্ট এর কাজের মূল্যায়ন এবং ভবিষ্যত কর্ম পরিকল্পনা প্রণয়ন, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা হয় এবং ২১তম একাডেমিক কাউন্সিলের গৃহিত প্রস্তাবগুলো পাশ হয়।


ভিসি প্রফেসর ড. মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্যরা।


সবার সম্মিলিত প্রচেষ্টায় গুণগত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সাউদার্ণ ইউনিভার্সিটি এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।

 

ঢাকা, ২৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ