Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির আদলে চবির ভর্তি পরীক্ষা!

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৭, ০১:২৪

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ সেশন থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আদলে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে ১০ টি ইউনিটের পরিবর্তে ঢাবির মতই মাত্র চার ইউনিটে পরীক্ষা নেবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়। তবে সিদ্ধান্তটি কার্যকর হবে  কিনা তা নির্ভর করছে অ্যাকাডেমিক ও সিন্ডিকেট সভার সিদ্ধান্তের উপর।

সূত্র জানায়, ২০১৭-১৮ সেশনে চবিতে ক, খ, গ, ঘ এই মোট চারটি ইউনিটের পরীক্ষা হবে। বিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা "ক" ইউনিট, মানবিক বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা "খ" ইউনিট, ব্যাবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছুরা "গ" ইউনিটে এবং যেসব শিক্ষার্থী বিজ্ঞান থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা অনুষদে পরীক্ষা দিবেন তারা "সম্মিলিত ইউনিটে" পরীক্ষা দিবেন।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে চবির ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোকে হবে। শিক্ষার্থীরা যাতে দুর্ভোগে না পড়ে সেজন্য আমাদের এই সিদ্ধান্ত। আমরা চাই দুর্ভোগহীন ও শিক্ষাবান্ধব একটি পরিবেশ।’

চার ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হবে না বলে মনে করেন চবি কর্তৃপক্ষ। এই বিষয়ে চবি ভিসি আরো বলেন, ‘আমরা আলোচনা করে দেখেছি ঢাবির আলোকে ভর্তি কার্যক্রম হলে শিক্ষার্থীদের আর দুর্ভোগ পোহাতে হবে না। এজন্য আমরা তাদের সঙ্গে ইতিমধ্যে চুক্তি করে নিয়েছি। সামনে আরও কিছু আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ