Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েট ভিসির সাথে ‘গ্রীন ফর পিস’ এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৭, ২২:১৮

লাইভ প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে গ্রিন ফর পিস’র নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার ভিসির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সচেতনতামূলক সংগঠন গ্রিন ফর পিস’র নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গ্রীন ফর পিসের নেতৃবৃন্দরা হলেন- চীফ মডারেটর প্রফেসর ড. রিয়াজ আকতার মল্লিক, মডারেটর প্রফেসর ড. আয়শা আখতার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, গ্রীন ফর পিসের সভাপতি এস.এম মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জি.এস কিবরিয়া এবং গ্রীন ফর পিসের সদস্যবৃন্দ।

এ সময় চুয়েট ভিসিকে গ্রীন ফর পিস পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।

এ সময় চুয়েট ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, গ্রীন ফর পিস চুয়েটের পরিবেশ সুরক্ষা ও সচেতনতায় গুরুত্বপর্ণূ অবদান রাখছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এ ধরণের সামাজিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তাদের এই প্রয়াস যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

 

ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ