Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে আই ই আর শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৭, ০০:৩২

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইন্সটিটিউশন অব এডুকেশন আন্ড রিসার্চ (আই ই আর) বিভাগের শিক্ষার্থীরা অনিদিষ্ট কালের জন্য ক্লাস বর্জন করেছে।

সেমিনার কক্ষ, কম্পিউটার ল্যাব,সাইন্স ল্যাব, ডিবেটিং ক্লাব,শিক্ষকদের রুম, শৌচাগার এবং শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগ-সুবিধাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।


আজ বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি হাতে নিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীরা আইই আর পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করে।

জানা গেছে, পুরাতন আইন ভবনের ২য় তলাটি আই ই আর বিভাগের জন্য বরাদ্দ দেয়া হয়। কক্ষ সংকুলন না হওয়ায় কারনে পুরাতন আইন ভবনের নিচ তলার একটি রুমে ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করে আই ই আর বিভাগের শিক্ষার্থীরা। সেখানে নিয়মিত বিতর্ক চর্চা করতো শিক্ষার্থীরা। দুই দিন আগে ক্লাব কক্ষটি বিএন সি সি কে হস্তান্তর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়।

এ ছাড়াও প্রথম থেকেই নিজস্ব শৌচাগার,সেমিনার কক্ষ, সাইন্স ল্যাব,কম্পিউটার ল্যাব নেই এই বিভাগের শিক্ষার্থক্ষীদের।

এ সম্পর্কে আই ই আর চতুর্থ বর্ষের ছাত্র তারিকুল ইসলাম জানায়, এই বিভাগে ভর্তির পর থেকে দেখছি নানা ধরনের সমস্যায় জর্জরিত। বিভাগের নিচ তলায় একটি রুমে আমরা বির্তক চর্চা করতাম। কিন্তু গতকাল আমাদেরকে রুমটি বিএনসিসিকে হস্তান্তর করার জন্য বলা হয়।

তাই পাচঁ দফা দাবি নিয়ে আমরা ক্লাস বর্জন করতে বাধ্য হলাম। যতক্ষন পর্যন্ত আমাদের দাবীগুলো পূরন করা হয় ততক্ষন পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না।এ অবস্থায় আমাদের আন্দোলন করা ছাড়া কোনো গতি নেই।

একই বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী শতাব্দী বলেন, আমাদের শৌচাগারের দরজা নেই। ফলে আমাদেরকে মেডিকেলের শৌচাগার ব্যবহার করতে হয়। যা একজন ছাত্রীর জন্য বিব্রতকর।

আই ই আর বিভাগের পরিচালক কিরন চন্দ্র দে বলেন, বিতর্ক কক্ষটি বিএন সি সি হস্তান্তর করার জন্য আমাদের কে নোটিশ দেয়া হয়।

এ বিষয়টি জানার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নিয়ে ক্লাস রুমেন বাইরে অবস্থান করছে ।আমি শিক্ষার্থীদের সাথে অনেকবার কথা বলেছি কিন্তু তারা ক্লাসে ফিরে যাচ্ছে না। বিষয়টি আমি বিশ্ববিদ্যালয় প্রক্টর ও রেজিস্টারকে জানিয়েছি।

 

ঢাকা, ১২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ