Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবির শাটল ও ডেমুর দুর্ঘটনা এড়াতে মাইকিং

প্রকাশিত: ১২ জুলাই ২০১৭, ০০:৪৯

 

চবি লাইভ: সময়টা সকাল ৭টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প‌্রাণীবিদ্যা বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্রী  নিশি শাটর ট্রেনে করে ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হয়।

সিট না পাওয়ায় বাধ্য হয়ে শাটলের পাদানিতেই  বসে। শাটল ট্রেনটি  ক্যান্টনমেন্টের কাছাকাছি পৌঁছলে  ছিনতাইকারীরা তার হাতের ব্যাগটি ছিনিয়ে নিতে হাতে  আঘাতে করে।

এসময় নিশির হাতে না লেগে ডান পায়ের হাঁটুতে আঘাত পায় এবং মাটিতে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় আহত  নিশিকে প‌্রথমে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আর এভাবে শাটলের পাদনীতে যাতায়াতের সময়  ঘটছে  অসংখ্য দুর্ঘটনা।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে  শাটল ও ডেমু ট্রেনের দরজার পাদানিতে না বসার জন্য মাইকিং করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে প্রত্যেকটি শাটল ও ডেমু ট্রেন ছাড়ার আগে এই মাইকিং করা হয়।

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জাকির হোসাইন  বলেন, ‘বারবার বারণ করার পরও দরজার পাদানিতে বসে শিক্ষার্থীরা যাতায়াত করছে। তাই সচেতনতা বাড়াতে মঙ্গলবার সকাল থেকে মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কেউ দরজার পাশে বসে যাতায়াত করে তাহলে কিছু করার নেই’।

 

ঢাকা, ১১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ