Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবির কটেজ থেকে রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১০ জুলাই ২০১৭, ০১:০৮

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খোলার প্রথম দিনেই একটি কটেজে থেকে   ৪০টি রামদা, কিরিচ, রড ও বেশ কিছু লাঠিসোঠা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর ১০ টার দিকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা  যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টার দিকে  শাহ আমানত হলের বিপরীত পাশের মুনাফ কটেজ অভিযান চালায় পুলিশ।

এ সময় বিশ্ববিদ্যারয় প্রক্টরিয়াল বডির সদস্যরাও উপস্থিত ছিল। পূর্বে কটেজের ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত থাকতো। তবে পুলিশ কাউকে সেখানে পায় নি।

হাটহাজারি থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মুনাফ কটেজে অভিযান চালাই এবং একটি রুম থেকে ৪০টি রামদা সহ বেশ কিছু বেশীয় অস্ত্র উদ্ধার করি। তবে ওই কক্ষে কাউকে পাওয়া যায়নি।

এ সম্পর্কে জানতে চাইলে চবির সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুনাফ কটেজে অভিযান চালিয়ে রামদা সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে সে সময় কাউকে সেখানে পাওয়া যায়নি। তদন্ত করে সংশিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

ঢাকা, ০৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ