Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

'ভর্তি পরীক্ষার সময় অভিভাবকদের সুন্দর মনের পরিচয় দেওয়া উচিত'

প্রকাশিত: ২০ মে ২০২৩, ২১:০৪

হুমড়ি দিয়ে কেন্দ্রে প্রবেশ

কুবি লাইভ: ভর্তি পরীক্ষার সময় অভিভাবকদের সুন্দর মনের পরিচয় দেওয়া উচিত। এখন ফোনে মেসেজ চলে যায়। সেখানে ভবন, রুম নাম্বার সবই দেওয়া থাকে। অভিভাবকরা যদি কেদ্রের প্রবেশের চেষ্টা করে এটা দুঃখজনক।

শনিবার (২০ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোহরাব উদ্দীন এসব কথা বলেন।

জানা গেছে, আজ শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট ল্যাবরেটরি কেন্দ্রে গাদাগাদি করে প্রবেশ সময় সময় অনন্যা পাল নামের এক পরীক্ষার্থীর পায়ের নখ উল্টে যায়। কেন্দ্রে প্রবেশ করার পর অনন্যা পাল বলেন, আমি প্রবেশের পর অসুস্থ হয়ে গিয়েছি। এখানে আরো নিরাপত্তা কর্মী থাকলে হয়তো আমার পায়ের নখ এমন হতো না।

নিরাপত্তা নিয়ে সোহরাব উদ্দীন বলেন, আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে কেন্দ্র প্রবেশ করানোর। আমি মেয়েটিকে দেখেছি, আমি মেয়েটিকে প্রবেশের সময় পড়ে যেতে দেখেছি। তার দিকে তাকালে সবাই হুমড়ি দিয়ে কেন্দ্রে প্রবেশ করতো। অভিভাবকরা সুন্দর আচরণ করলে এমন হতো না।

ঢাকা, ২০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ