Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশিত: ১০ মে ২০২৩, ২১:৫১

অজগর উদ্ধার

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন ২০ কেজির মত। মঙ্গলবার (৯ মে) রাত পৌনে ১২ টার দিকে ক্যাম্পাস থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন কলোনি থেকে সাপটিকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।

পরবর্তীকালে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন দূরের জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus) বা অজগর সাপ। এটি প্রায় ১২ ফুট লম্বা হবে, ওজন প্রায় ২০ কেজির মতো। গতকাল রাতে কলোনির বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি।

তিনি আরও বলেন, অজগর সাপ অবিষধর সাপ। এখন বর্ষার শুরু, সাপেরা শীত নিদ্রা শেষে বেরিয়ে আসতে শুরু করছে। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারের পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ