
কুবি লাইভ: দায়িত্ব পালনকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহকারী প্রক্টর অমিত দত্তকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী দুই কার্যদিবসের মধ্যে 'দায়িত্ব পালনকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না কেন?' এই মর্মে যৌক্তিক কারণ দর্শাতে বলা হয়। শোকজ প্রাপ্ত দুই ছাত্রলীগ নেতা হলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের সাথে প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত সোমবার (৩০ জানুয়ারি) রাত নয়টার দিকে বঙ্গবন্ধু হলে রুমে অবস্থান করাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ মঞ্চ কুবির কয়েকজন নেতাকর্মীর সাথে ছাত্রলীগের দ্বন্দ্ব হয়। ওইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে একপর্যায়ে সহকারী প্রক্টর অমিত দত্তকে 'তুই' সম্বোধন করে মারার জন্য তেড়ে আসার অভিযোগ উঠে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন শোকজের সিদ্ধান্ত নেয়।
শোকজের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা এনায়েত উল্লাহ ক্যাম্পাসলাইভকে জানান, আজকে দুপুরে প্রশাসনের দেওয়া শোকজ লেটার আমরা হাতে পেয়েছি। আগামীকালের মধ্যে আমাদের যৌক্তিক ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। আমরা এটার উত্তর আজকে অথবা কালকের মধ্যে দিব।
এ বিষয়ে সালমান চৌধুরী ক্যাম্পাসলাইভকে বলেন, আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। একজন শিক্ষক কী ধরণের এজেন্ডা নিয়ে আমাদেরকে এমন একটি শোকজ দিল সেটা বুঝতে পারছি না। আমাদেরকে কেন এ ধরনের বিতর্কিত কর্মকান্ডের মধ্যে ফাঁসানো হচ্ছে সেটার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিবো।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এমন ঘটনা কেন করেছে এর সঠিক কারণ জানতে চেয়ে ওই দুই শিক্ষার্থীকে শোকজ লেটার দেওয়া হয়েছে। তাদের দেওয়া উত্তরের পর যদি অভিযোগ সত্যি হয় তাহলে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল চারটার মধ্যে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
ঢাকা, ০১ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআর//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: