Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

প্রকাশিত: ১৪ ডিসেম্বার ২০২২, ০৮:০৬

পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

কুবি লাইভ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২২ পালিত হয়েছে। "বিশুদ্ধ বায়ু, পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ পৃথিবী সবুজ বাংলাদেশ" এই স্লোগানকে ধারণ করে এই কর্মসূচির আয়োজন করেছে কুবি ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এসময় ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'এরকম একটি কাজে সম্পৃক্ত হতে পেরে আমার খুব ভালো লেগছে। শিক্ষার্থীদের আমি বলতে চাই তোমরা শুধু আজকের জন্য না সবসময়ের জন্য তোমার ক্যাম্পাসকে পরিষ্কা রাখবে। আমি শুধু বিশ্ববিদ্যালয়ই নয় আমি চাই শিক্ষার্থীদের মনও পরিষ্কার হোক, যাতে করে তারা বিশ্বের দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে।'

এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রক্টর কাজী উমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. মো. হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

ঢাকা, ১৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ