Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবির আবাসিক হলে চুরি

প্রকাশিত: ২২ অক্টোবার ২০২২, ০৫:৫০

নোবিপ্রবির আবাসিক হলে চুরি

নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম আবাসিক হলে চুরির ঘটনা ঘটেছে। এতে হলের শিক্ষার্থীদের ২টি ল্যাপটপ ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১ টা ৩৫ মিনিটে জুমার নামাজের সময় সালাম হলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষ হতে আলমারির ডয়ার খুলে ২টি ল্যাপটপ ও নগদ ১৬ হাজার টাকা নেওয়ার ঘটনা ঘটেছে।

চুরি হওয়া ল্যাপটপ গুলোর মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ বিষয়ে খবর পেয়ে সালাম হল পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইকবাল হোসেন সুমন, সালাম হলের সহকারী প্রভোস্ট মোঃ রিয়াজ মোরশেদ ও কামরুজ্জামান ।

এ সময় দীর্ঘ প্রচেষ্টার পর সালাম হলের সকল ফ্লোরের সিসিটিভি ফুটেজ চেক করার পর অপরাধীর ছবি ও ভিডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামাত খুঁজে বের করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মোঃ শাহরিয়া আকবর ক্যাম্পাসলাইভকে জানান,‘আমরা জুমুআ নামাজের জন্য দুপুর ১ টা ৫০ মিনিটের সময় রুম হতে বের হয়ে যায় এরপর এসে দেখি রুম হতে দুটি ল্যাপটপ ও আলমারির ডয়ার হতে নগদ ১৬ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় অতিদ্রুত চোরকে শনাক্তকরণের মাধ্যমে প্রয়োজনীয় শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন ক্যাম্পাসলাইভকে বলেন,‘ চুরির ঘটনায় দোষীকে চিহ্নিত করতে স্থানীয় থানা পুলিশের সহায়তায় সুধারাম থানায় মামলা করা সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে যাতে করে সমাধান পায় সে মোতাবেক হল প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের চেষ্টা করা হবে বলে জানান তিনি ।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়েরর প্রক্টর অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ’এ ঘটনায় দোষীকে সাবস্ত করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় আমাদের পক্ষ হতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা, ২১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ