Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
ম্যাম সব সময় আমাদের মানসিক টর্চারের উপর রাখেন...

নোবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নম্বর টেম্পারিংসহ ১০ অভিযোগ

প্রকাশিত: ১৩ অক্টোবার ২০২২, ২১:২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোবিপ্রবি লাইভ: "ছোট বিশ্ববিদ্যালয়ে পড়ো" বলে শিক্ষার্থীদের হেয় করা করা। ব্যাক্তিগত আক্রোশের জেরে পুরো ব্যাচের নম্বর টেম্পারিংসহ গুরুতর ১০টি অভিযোগ উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মিম্মা তাবাসসুম। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান।

তার এমন কাণ্ড মেনে নিতে পারেনি বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা। এদিকে বিজ্ঞান অনুষদের ডীন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। বিজ্ঞান অনুষদের ডীন ড. হানিফ মুরাদ এ তথ্য জানিয়েছেন।

পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের লিখিত অভিযোগগুলো হলো:

১. ব্যাক্তিগত আক্রোশের জের ধরে শিক্ষার্থীদের মার্ক টেম্পারিং করা।
২. সম্মিলিতভাবে পূর্ব ঘোষণা দিয়ে পুরো ব্যাচের মার্ক টেম্পারিং করা।
৩. বিভাগের অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ব্যাক্তিগত আক্রমণাত্মক সংক্রান্ত মন্তব্য করা।
৪. "ছোট বিশ্ববিদ্যালয়ে পড়ো" বলে শিক্ষার্থীদের হেয় করা এবং কথায় কথায় নিজের বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা দেওয়া।
৫. শিক্ষার্থীদের আর্থিক অবস্থা নিয়ে কটুক্তি করা
৬. ল্যাবরুমে ক্লাস করতে বসাতে "তোমরা তো জমিদার, কার কার বাসায় এসি আছে হাত তুলো" বলে শিক্ষার্থীদের আক্রমণ করা।
৭. শিক্ষার্থীদের ব্যাক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা।
৮. উচ্চ শিক্ষায় দেশের বাহিরে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা এবং নিরুৎসাহিত করা। যেমন: "তোমাদের কিছু স্টুডেন্টকে দেখলে মনে হয় আরেক পা কানাডাতে" বলা।
৯. তোমাদের ব্যাচ থেকে কিভাবে টিচার হয় দেখে নিবো।
১০. স্টাফদের ভূল তথ্য কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই শিক্ষার্থীদের হেনস্থা করা।

শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে বিভাগীয় প্রধানের পদ হতে অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি প্রদান করতে হবে এবং উক্ত অভিযোগের প্রেক্ষিতে চলমান এবং পরবর্তী সেমিষ্টারের ফলাফলের সাথে কোনো প্রভাব না পড়ে তার নিশ্চয়তা বিশ্ববিদ্যালয় প্রশাসন কে দিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে বলেন, "চেয়ারম্যান হওয়ার পর থেকেই ম্যাম মানসিক ভাবে শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করে আসছে।উচ্চশিক্ষার জন্য কোনো শিক্ষার্থীরা বাহিরে যেতে চাইলে তাকে নিয়ে টিটকারি করেন তিনি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ব্যাক্তিগত আক্রমন থেকে আমাদের নাম্বার টেম্পারিং করে আসছেন ম্যাম।"

নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে জানান, "ম্যাম সব সময় আমাদের মানসিক টর্চারের উপর রাখেন। ওনার নিজের পরিবারের সদস্যদের উদাহরণ টেনে পারিবারিক দাম্ভিকতা দেখান আমাদের।"

এদিকে শিক্ষার্থীদের করা অভিযোগের বিষয়ে কিছুই জানেন না জানিয়েছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মিম্মা তাবাসসুম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন হানিফ মুরাদ ক্যাম্পাসলাইভকে বলেন, "শিক্ষার্থীদের অভিযোগগুলো হাতে পেয়েছি। এই চিঠি অনুযায়ী আমি এই বিভাগীয় চেয়ারম্যানের সাথে কথা বলবো"

ঢাকা, ১৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ