Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর, তদন্ত কমিটি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০২২, ২২:৩৮

অভিযুক্ত ছাত্রলীগের দুই কর্মী

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও সাংবাদিক রেদওয়ান আহমেদকে মারধর ও হল থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিন সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইকবাল আহমেদ, সদস্য সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া ও সদস্য সচিব সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী শিক্ষার্থী নাহিদুল ইসলামের জন্মদিন ছিল। এ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১১টার দিকে কেক কাটতে অনেক নেতাকর্মী এ এফ রহমান হলের ফটকে জড়ো হন। এ সময় কয়েকজন হলে রেদওয়ানের কক্ষে গিয়ে জন্মদিনের অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ জিজ্ঞাসা করেন। পরে ছাত্রলীগকর্মী লোকপ্রশাসন বিভাগের আরশিল আজিম, নাট্যকলা বিভাগের আবু বকর সিদ্দিক ও নৃবিজ্ঞান বিভাগের শোয়েব আতিকসহ কয়েকজন হলে রেদওয়ানের কক্ষে গিয়ে তাঁকে মারধর করেন।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ