Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবি সি ইউনিটে পাশের হার ২৪-৫৫ শতাংশ

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২২, ০৪:২৬

চবি সি ইউনিটে পাশের হার ২৪-৫৫ শতাংশ

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার ব্যবসা প্রশাসন অনুষদের (সি) ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের পাশের হার ২৪.৫৫ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ২২২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ২৬৪ জন।

শনিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৬ হাজার ৯৫৮ জন অনুত্তীর্ণ হয়েছে। ফেলের হার ৭৫.৪৫ শতাংশ।

ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘এই বছর ভর্তি পরীক্ষার্থী কল ছিলো। ফলাফল শুক্রবার রাতেই প্রস্তুত করে ফেলা হয়। এরপর আইসিটি সেল দুপুর ১২টার দিকে ওয়েবসাইটে তা পাবলিশ করে । এতে পাশের হার ২৪.৫৫ শতাংশ।

উল্লেখ্য, এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেন ১১ হাজার ৬০ ভর্তিচ্ছু। তবে শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন।


ঢাকা, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ