
চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী বিবেচনার আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অবরোধকারীরা।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা সোয়া ১১টায় তারা এ ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে দিলে দীর্ঘ প্রায় ৩৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত ছাত্রলীগের কর্মী মোহম্মদ দেলোয়ার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের নেতা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের দাবি নিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এর ভিত্তিতে আমরা অবরোধ স্থগিত করেছি।
এর আগে রোববার মধ্যরাত থেকেই অবরোধ শুরু করেন পদবঞ্চিতরা। এ সময় হলের কক্ষ ভাঙচুর ও সকালে জিরো পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
এদিকে অবরোধ স্থগিতের আগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম জানান, তাদের পদ দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। আমরা তাদের ‘বোঝানোর’ চেষ্টা করছি।
ঢাকা, ০২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: