Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবিতে শুরু হয়েছে গুচ্ছ পরীক্ষা

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ০০:০৯

কুবিতে শুরু হয়েছে গুচ্ছ পরীক্ষা

কুবি লাইভ: গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। ৩০ জুলাই (শনিবার ) দুপুর ১২ টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১ টায়।

পরীক্ষা শুরুর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ক্যাম্পাসলাইভকে বলেন, মোট ৯০১১ জন পরীক্ষার্থী কুবির ৯ টি কেন্দ্রে পরীক্ষা দিবে। আমাদের ব্যবস্থাপনা খুবই ভালো।

ইতিমধ্যে আমাদের দূরের কেন্দ্র শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ সহ সকল কেন্দ্রে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। চারজন ম্যাজিস্ট্রেট আমাদের বিভিন্ন কেন্দ্রে কাজ করছে। ট্রাফিক নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনী কাজ করছে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আমরা পরীক্ষা নিব।

এরপর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি অনুষদে যান তিনি। উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ মোট ৯ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।। কেন্দ্রগুলো হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সরকারি টিচার্স ট্রেইনিং কলেজ, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, শালবন বিহার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ।


ঢাকা, ৩০ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ