Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
আবেদন করেছেন এক লাখ ৪৩ হাজার ৭২৫ শিক্ষার্থী

চবি ভর্তি পরীক্ষায় আসন প্রতি ২৯ শিক্ষার্থী

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ০৮:৫৯

চবি ভর্তি পরীক্ষায় আসন প্রতি ২৯ শিক্ষার্থী

চবি লাইভ: এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আসন প্রতি ২৯ শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন ফি জমা দেওয়ার সময় শুক্রবার রাত ১২ টায় শেষ হয়েছে। আবেদন ফি জমা দিয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭২৫ শিক্ষার্থী। এখন চলছে আরো নানান কর্যক্রম।

সংশ্লিস্টরা জানান, বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে চার হাজার ৮২৬ টি । সেই হিসাবে এক আসনে এবার লড়বেন ২৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এটা একটা বিশাল প্রতিযোগিতা বলে মন্তব্য করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

১৫ জুন আবেদন শুরু ও ৮ জুলাই শেষ হয়েছে। এতে ১ লাখ ৫৯ হাজার ১০৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে গত রাত ১২ পর্যন্ত যাঁরা আবেদন ফি জমা দিয়েছেন তাঁরাই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সংশোধনের প্রয়োজন রয়েছে। তাঁরা আগামী ২০ জুলাই পর্যন্ত সংশোধন করতে পারবে।’ এর পরে সেই সুযোগ থাকবে না।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ৷ এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি। এতে লড়বেন ৫৪ হাজার ১০৫ শিক্ষার্থী৷ সেই হিসাবে এক আসনে প্রতিদ্বন্দ্বী প্রায় ৪৫।

তাছাড়া ‘বি’ ইউনিটের আসন রয়েছে ১ হাজার ২২১টি। মোট পরীক্ষার্থী ৩৫ হাজার ৭৭৯ জন ৷ এক আসনে লড়বেন ২৯ শিক্ষার্থী।

পরীক্ষার সূচিপত্র:

আগামী ১৬ ও ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.cu.ac.bd/ থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বিস্তারিত জানতে পারবেন। তাদের অভিভাবকরাও একই তথ্য জানতে পারবেন একই নিয়মে।

ঢাকা, ১৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ