Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

''মানবসম্পদ পাচার একটি বৈশ্বিক সমস্যা''

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৬:৪৮

প্রশিক্ষণ কর্মশালা

কুবি লাইভ: মানবসম্পদ পাচার একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত “মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, মানবসম্পদ পাচার একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেসহ তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে বিভিন্ন কারণে মানবসম্পদ পাচার হয়ে থাকে, যার দূর্ভোগ পোহাতে হয় গরীব ও দুঃস্থ জনগণকে। যার বড় একটি অংশ নারী ও শিশু।

মানবসম্পদ পাচার রোধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পুলিশসহ অন্যান্য সংস্থা; মিডিয়া, এনজিও ইত্যাদি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি শিক্ষাপ্রািতষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এই সমস্যা দূর করার জন্য একটি বিশেষ দায়িত্ব রয়েছে।

কর্মশালার বিষয়ে আবদুল মঈন বলেন, মানব পাচার রোধে আয়োজিত এই ধরণের সেমিনার আমাদের জ্ঞান বৃদ্ধিসহ মানব পাচার রোধে বিভিন্ন ধরণের কৌশল নির্ধারণে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

ঢাকা, ২৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএম//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ